হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালার লারমা স্কয়ারে যানজট, ভোগান্তিতে সাজেকগামীরা

প্রতিনিধি (দীঘিনালা) খাগড়াছড়ি

দীঘিনালায় সাপ্তাহিক হাটের দিন শনিবার। হাটের দিন হওয়ায় খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক সড়কে দেখা দেয় যানজট। শনিবার সকালে দীঘিনালার লারমা স্কয়ারে দেড় ঘণ্টার বেশি সময় যানজটে আটকে ছিলেন স্থানীয় বাসিন্দাসহ সাজেকগামী পর্যটকেরা। 

সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত মাইনী রিসোর্ট থেকে দীঘিনালা বনবিহার ও শ্বাশান পোস্ট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয়রাসহ পর্যটকবাহী জিপগাড়িগুলো দেড় ঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় আটকে ছিল। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা। লারমা স্কয়ারে আটকে থাকা পর্যটকদের নির্দিষ্ট সময়ে সাজেকে পৌঁছাতে, দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনে কাজ করেছে দীঘিনালা থানার পুলিশ। 

দীঘিনালা থানার পুলিশের এসআই মো. তাইজুল ইসলাম বলেন, `সাজেকগামী পর্যটকেরা যানজটে আটকে থাকার বিষয়টি জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে নিরসনে কাজ করছি। নির্দিষ্ট সময়ে পর্যটকেরা সাজেকে পৌঁছাতে পারবেন বলে মনে করি।' 

জিপচালক বাবুল বলেন, `অন্তত দেড় ঘণ্টা সময় ধরে লারমা স্কয়ারে যানজটে আটকে ছিলাম।' একই কথা বলেন সিএনজি অটোচালক অসীম চাকমা। 

এদিকে দীঘিনালার স্থানীয় ব্যবসায়ী অজিৎ বড়ুয়া বলেন, খাগড়াছড়ি সাজেক সড়কের লারমা স্কয়ারে প্রায় শনিবার যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন হলে এখানের স্থানীয়রা নির্দিষ্ট সময়ে কাজে, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ও সরকারি চাকরিজীবীরা অফিসে যেতে পারবেন। সেই সঙ্গে সাজেকগামী পর্যটকেরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবেন। 

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ