হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

নিহত গৃহবধূ দুর্গম সীমান্তের লোগাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধুধুকছড়া হাতিমারা এলাকার হেমন্ত চাকমার স্ত্রী রূপসী চাকমা (বন্দনা মা হিসেবে পরিচিতি)।

সূত্র জানায়, সকাল ৮টার দুপুর পর্যন্ত জেএসএস (সন্তু) গ্রুপের একটি সশস্ত্র দল দক্ষিণ ধুধুকছড়া এলাকায় ইউপিডিএফ কর্মীদের ক্রমণের উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে। এ সময় একটি গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

রূপসী চাকমার মেয়ে বন্ধনা চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে এক চিরকুটের ছবি পোস্ট করে লিখেন, ‘ম মারে হিত্তে মারেই ফেলল, ইক্কু মুই হারে মা ডাগিম?

তিনি আরও লিখেন, ‘তোমরা বরং এক কাজ করো, আমরা যারা সাধারণ জনগণ আছি সবাইকে আগে মেরে ফেলো, না হয় নিজেরা নিজেরা ডুয়েলিং আহবান করে সিদ্ধান্ত নাও। আর সহ্য হয় না।’

অপরদিকে সোশ্যাল মিডিয়ায় উভয় পক্ষের তিনজনের মৃত্যু ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি।

পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, ‘সকাল-থেকে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ঘটনা চলছে শুনেছি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নাই। সন্ধ্যায় লোকমুখে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এই নিয়ে নিহতের পরিবার-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেনি। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত সহায়তা করা হবে।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারে দীর্ঘদিন ধরে পানছড়ির সীমান্তবর্তী এলাকায় খুন, অপহরণ সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল চলছে। সেখান প্রায়ই আধিপত্য বিস্তারে দু’পক্ষের গোলাগুলি ও সশস্ত্র হামলা চলে। পাহাড়ি দুর্গম এলাকার সুবাদে সেখানে গুলিবিদ্ধ ও নিহত হলেও জন সম্মুখে খবর আসে না। গত ১০ নভেম্বর ২০২৪ সশস্ত্র হামলায় পিসিপির সাবেক ছাত্র নেতা ও ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি