হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে এক দিনে ১৬ অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ, জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির মানিকছড়িতে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বন্ধ করে দেওয়া একটি অবৈধ ইটভাটা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে ১৬টি অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এসব ইটভাটার মালিককে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিভিন্ন উপজেলায় এই অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বন বিভাগের কর্মকর্তা ও থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, অভিযানে খাগড়াছড়ি সদরে তিনটি, দীঘিনালা উপজেলায় দুটি, রামগড়ে পাঁচটি, মাটিরাঙায় পাঁচটি ও পানছড়ি উপজেলায় একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। এ সময় ১৬টি ইটভাটার মালিককে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটা গুঁড়িয়ে দেন এবং চুল্লি পানি ছিটিয়ে নিভিয়ে দেন।

খাগড়াছড়ি সদরের ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, সদরের দক্ষিণ গঞ্জপাড়া, কমলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ির সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে খাগড়াছড়িতে আর ইটভাটা চালু করতে দেওয়া হবে না।

এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাগড়াছড়ির ১৫টি ভাটার বন্ধ করে দেন এবং জরিমানা করেন।

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার