হোম > সারা দেশ > খাগড়াছড়ি

আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে ১ জনের প্রাণহানি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-০১৮১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে। এতে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বাস দুর্ঘটনায় আহত প্রায় ২৬ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মো. মাসুদ (৪৫) নামে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত সালমা আক্তার নামে আরেক জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা হলেন বিনয় জ্যোতি চাকমা, রমেনা বেগম, আরিফুর রহমান, আবুল খায়ের, মো. রুবেল, মো. ইয়াকুব আলী, মো. নজরুল ইসলাম। অন্যদের নাম– পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা ডেপুটি সিভিল সার্জন রতন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকেরা কাজ করছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’ 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাকবলিত শান্তি পরিবহনের গাড়িটি উদ্ধারের কাজও শুরু হয়েছে।’

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি