হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ভাইবোনছড়ায় সাধারণ শিক্ষার্থী, ছাত্র ও যুবসমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে (১৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে খাগড়াছড়ি সদর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। মামলার পরপরই রাত ৩টার দিকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেন (৩২)। এ ঘটনায় অভিযুক্ত মো. সোহেল ইসলাম (২৩) ও মো. মুনির ইসলাম (২৯) পলাতক রয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে যায় ওই ছাত্রী। সেখানে গভীর রাতে ছয়জন যুবক ঘরে ঢুকে আত্মীয়দের বেঁধে রেখে ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ভুক্তভোগীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। কিন্তু মানসিক চাপে ১২ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে অসুস্থ অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর জ্ঞান ফিরলে বিষয়টি পরিবারকে জানায় ওই ছাত্রী। ভুক্তভোগী বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, ওই ছাত্রীর অবস্থা গুরুতর। সে মানসিকভাবে বিপর্যস্ত। তাকে গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘মামলা হওয়ার পরপরই আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় ভাইবোনছড়ায় সাধারণ শিক্ষার্থী, ছাত্র ও যুবসমাজ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ ছাড়া হিল উইমেন্স ফেডারেশন ও পিসিপির জেলা শাখা নিন্দা জানিয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ