খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নব রায় ত্রিপুরা মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নব রায় ত্রিপুরা তাঁর নির্বাচনী এলাকা নাজিরাম পাড়ায় একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নব রায় ত্রিপুরা রামগড় ১ নম্বর ইউপির ৯ নম্বর ওয়ার্ড থেকে ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, ১ নম্বর ইউপির চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২ নম্বর ইউপির চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।