হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে দুই শিশু আহত

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দক্ষিণ রেংকার্য্য শহিদ জব্বার নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পিলার ভেঙে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লংগদু উপজেলার এক হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো প্রথম শ্রেণির  মিম আক্তার (৭) ও আহাদুল ইসলাম (৭)। মিম আক্তার ওই এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে ও আহাদুল ইসলাম মোহাইমেনুল ইসলামের ছেলে।

ওই বিদ্যালয়ের অভিভাবকেরা জানান, বিদ্যালয়ের গেটের পিলারে রড ব্যবহার হয়নি। এই পিলারে দুই মাস আগে ফাটল দেখা দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আজকের পত্রিকাকে বলেন, বিদ্যালয়ের মাঠে কোনো প্রাচীর নেই। তাই বিদ্যালয়ের চারপাশে বাঁশের ঘেরা ও ছোট তিন থেকে চার ফিটের একটি ইটের গাঁথুনি দিয়ে একটি গেট করা হয়েছে। সেই গেটে দুজন শিশু ওঠাতে এটি ভেঙে পড়েছে। 

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গেট ভেঙে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আমরা তাদের চিকিৎসা করাচ্ছি। গেটটি মেরামত করব।’ 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা বলেন, ‘গেটের পিলার ভেঙে দুই শিশু আহতের কথা শুনেছি, আমরা খোঁজ নিচ্ছি।’

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক