হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রক্ষা পেল দীঘিনালার খেলার মাঠটি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপির পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেরুং খেলার মাঠে কাঠ ব্যবসায়ী সমিতির ভবনটি হচ্ছে না। ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মেরুং খেলার মাঠের পাঁচ তলা ভবন নির্মাণকাজ বন্ধ করে দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। এ সময় খেলার মাঠের চলমান ভবন নির্মাণের কাজে ব্যবহৃত এস্কেভেটরসহ যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে। ভবন নির্মাণের ভূগর্ভস্থ অবকাঠামোর অংশ ভেঙে নিতে সময় চেয়েছে মেরুং কাঠ ব্যবসায়ী সমিতি। 

মেরুং কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওয়াজ কোরুনি বলেন, ‘মাঠের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা আমাদের যাবতীয় সরঞ্জাম সরিয়ে নিয়েছি। বাকি কাজের অংশ ভেঙে ফেলা হবে।’ 

দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ জানান, মেরুং খেলার মাঠে কাঠ ব্যবসায়ী সমিতির ভবন নির্মাণের বিষয়ে গত ২৮ এপ্রিল দুপুরে নথিপত্র দেখা হয়েছে (শুনানি) হয়েছে। খেলার মাঠ রক্ষায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। 

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, ‘মেরুং খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের সুযোগ নেই। মাঠ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ