হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানি ছিটিয়ে বর্ষবরণ মারমা সম্প্রদায়ের

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা

রং-বেরঙের ঐতিহ্যবাহী পোশাক আর নাচ-গানের মাধুর্যে মাতোয়ারা খাগড়াছড়ি। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ) অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ার বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের মাঠে মারমাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা শেষে মৈত্রী পানিবর্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসাস।

উদ্বোধনের পর উৎসবের প্রধান আকর্ষণ মৈত্রী পানিবর্ষণ শুরু হয়। একে অপরকে পানি ছিটিয়ে নতুন বছরকে স্বাগত জানান মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষেরা। সেই সঙ্গে ওপেন কনসার্টে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন।

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা

মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, ডিজিএফআই কমান্ডার কর্নেল আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা চাইথোং মারমা, সাধারণ সম্পাদক মংনু মারমা, সাংগ্রাই উদ্‌যাপন কমিটির আহ্বায়ক উচিংমং মারমা, মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা প্রমুখ।

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মারমা সম্প্রদায়ের নানা বয়সের মানুষ। পরে মৈত্রী পানিবর্ষণ ও কনসার্ট হয়। ছবি: আজকের পত্রিকা

মারমা যুবকল্যাণ সংসদের সভাপতি উমংচি মারমা জানান, পুরোনো বছরের শেষ দুই দিন আর নতুন বছরের প্রথম দিন—এই তিন দিন উৎসব পালন করা হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ রি-আকাজা (মৈত্রী পানিবর্ষণ)। শরীরের রোগব্যাধি–জরা–দুঃখ–কষ্ট মুছে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এই রি-আকাজা করা হয়।

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার