হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে খালের ওপর ব্রিজ, নেই সংযোগ সড়ক

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)

সংযোগ সড়ক ও ব্রিজের গাইডওয়াল না থাকায় অকেজো পড়ে আছে রামগড় উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের তৈচালায় খালের ওপর নির্মিত ব্রিজ। এতে চলাচলে চরমভাবে ভোগান্তিতে ভুগছেন দুই গ্রামের প্রায় দেড় হাজার মানুষ।

জানা যায়, চলাচলের সুবিধার্থে ৫০ মিটার দৈর্ঘ্যের ব্রিজ ও সড়ক নির্মাণের জন্য খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে এই ব্রিজের জন্য এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। 

সরেজমিনে দেখা যায়, খালের ওপর ব্রিজ নির্মাণের কাজ শেষ হলেও সংযোগ সড়ক ও গাইডওয়াল না থাকায় ব্রিজটি ব‍্যবহার করতে পারছেন না এলাকাবাসী। এ ছাড়া ব্রিজটির সঙ্গে সংযুক্ত করার মতো চলাচলের উপযোগী কোনো সড়ক নেই।সড়ক না থাকলেও মানুষের বসবাস দেখা যায়। মধ‍্যম তৈচালাপাড়া ও ভতচন্দ্রপাড়ার প্রায় ৭০০ পরিবারের চলাচলের একমাত্র গ্রামীণ সড়ক এটি।

এই এলাকার হাসান আলী নামের এক বৃদ্ধ জানান, এলাকাবাসী বর্ষার সময় খালের ওপর কাঠ–বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে শান্তিতে চলাচল করত। কিন্তু এখন ব্রিজটি নির্মাণ করায় মানুষের সেই শান্তিও চলে গেছে। বর্ষার আগে এই ব্রিজের যদি গাইড সংযোগসহ মাটি ভরাটের কাজ না করা হয়, তাহলে যেটুকু রাস্তা আছে তা–ও ভেঙে যাবে। তা ছাড়া বর্ষাকালে খালের অন্য পাড়ের তৈচালাপাড়ার মানুষের রামগড় সদরে যাতায়াত বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি।

 ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. আবু তাহের ক্ষোভ প্রকাশ করে জানান, ধীরগতি নিয়ে দুই বছর ধরেই এই ব্রিজের কাজ হয়। অসম্পূর্ণ কাজের ফলে ভোগান্তিতে এখানকার কৃষক ও অন্যান্য মানুষ। কৃষককে তাঁদের উৎপাদিত ফসল বাজারে বিক্রির জন্য কাঁধে করে বহন করতে হচ্ছে। ব্রিজ ছাড়াও এখানে চলাচলের কোনো উপযোগী রাস্তা নেই। বিকল্প হিসেবে একটি কাঠের ব্রিজ নির্মাণ খুব প্রয়োজন ছিল বলে জানান তিনি। 

এ বিষয়ে রামগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শামীম বলেন, পার্বত্য জেলা পরিষদ থেকে ব্রিজ নির্মাণের বরাদ্দ দেওয়া হয়। মাত্র কয়েক মাস হলো নির্মাণকাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে ব্রিজের সড়ক সংযোগের মাটি ভরাটের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। 

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা আজকের পত্রিকাকে জানান, সংযোগ সড়ক এবং গাইডওয়াল না থাকার বিষয়টি তিনি অবগত ছিলেন না। সংশ্লিষ্ট ঠিকাদার থেকে খোঁজখবর নিয়ে খুব দ্রুত বাকি কাজ সম্পন্ন করে দেবেন বলে আশ্বাস দেন তিনি।

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার