হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ রোববার সকালে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি মহাবিদ্যালয়সংলগ্ন (ধর্মঘর) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

ইউপিডিএফ (প্রসিত খীসা) আয়োজিত এই কর্মসূচিতে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত সদস্য অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা (কেপিএম) ঘুরে আবার ধর্মঘর বটমূলে সমাবেশে মিলিত হয়।

দলটির নেতা-কর্মীরা এ সময় ‘আমরা বাঙালি নই, চাপিয়ে দেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানি না’, ‘বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করো’, ‘পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি চাই’সহ বিভিন্ন স্লোগান সংবলিতি প্ল্যাকার্ড বহন করেন। পঞ্চদশ সংশোধনী পাসের এক যুগ উপলক্ষে নিজ নিজ জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ ইউনিটের (প্রসিত খীসা) প্রধান সংগঠক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি শান্তি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি এন্টি চাকমা, কেন্দ্রীয় সভাপতি নীতিশুভা চাকমা ও ইউপিডিএফের উপজেলা সংগঠক আপ্রুসি মারমা।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত সংখ্যালঘু ভিন্ন ভিন্ন জাতিসত্তার লোকজন কখনো বাঙালি হতে পারে না। তাদের নিজ নিজ জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রয়েছে। কিন্তু ক্ষমতাসীন সরকার ২০১১ সালের ৩০ জুন ক্ষমতার জোর খাটিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে দেশের সব জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।

বক্তারা আরও বলেন, ‘আমরা দীর্ঘ এক যুগ ধরে এই বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো তা বাতিল বা সংশোধন না করে উল্টো বাঙালি বানানোর নানা চক্রান্ত জারি রেখেছে। ফলে পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিসহ অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউপিডিএফ ঘোষিত সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান করছি।’

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ