হোম > সারা দেশ > খাগড়াছড়ি

কারাগার থেকে পর্নোগ্রাফি মামলার আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা কারাগার থেকে মিলন বিকাশ ত্রিপুরা নামের এক হাজতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কারাগারের আসামি ওয়ার্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

সূত্র জানায়, কয়েদি ওয়ার্ডের অন্য আসামিরা ঘুম থেকে জেগে তাকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা কারাগারের ওই কক্ষে মিলনসহ আরও ২২ জন কয়েদি ছিলেন। কয়েদিরা তাঁকে দেয়ালে ঝুলন্ত অবস্থায় দেখেছেন বলে জানিয়েছেন। ভোরের ঘটনা হওয়ায় তখন সবাই ঘুমে ছিলেন। তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় জেল সুপার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। 

খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাজ্জাদ হোসেন জানান, ভোরের দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে হয়েছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্ত হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য, মিলন বিকাশ ত্রিপুরা জেলার গুইমারায় ভাড়া বাসায় বাস করতেন। সেখানে পাশের ঘরের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর গোসল করার ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে তাঁকে গ্রেপ্তার করে কয়েক দিন আগে হাজতে পাঠানো হয়। 

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি