হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে চামড়া কিনতে ব্যাপারী না আসায় মাটিতে পুঁতে ফেলা হয়েছে অনেক চামড়া

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এবার কোরবানি হয়েছে দেড় হাজারের মতো পশু। তবে কোরবানির পশুর চামড়া কিনতে এবার কোনো ব্যাপারী না আসায় এসব চামড়ার বেশির ভাগ পুঁতে ফেলা হয়েছে। আর মাদ্রাসায় দান করা চামড়া ১৩০ থেকে ২০০ টাকা দরে কিনে নিয়েছেন মৌসুমি ক্রেতারা।

বিভিন্ন মাদ্রাসা ও কোরবানিদাতা সূত্রে জানা গেছে, উপজেলায় হাজার দেড়েক গরু, ছাগল কোরবানি করা হয়েছে এবার। এর মধ্যে শ পাঁচেক চামড়া মাদ্রাসায় দান করা হলেও সন্ধ্যা নাগাদ কোনো ব্যাপারী না পেয়ে মৌসুমি ব্যবসায়ীর কাছে ১৩০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করে পচন ঠেকিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আর অবশিষ্ট বেশির ভাগ চামড়া কিনতে বা সংগ্রহ করতে কেউ না যাওয়ায় তাঁরা মাটিতে পুঁতে ফেলেছেন।

উপজেলা সদরের দারুচ্ছুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা নূর মোহাম্মদ বলেন, ‘গত বছরের মতো এবারও মাদ্রাসায় সংগৃহীত (দানকৃত) চামড়া নিয়ে চরম বেগ পেতে হয়েছে! সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যাপারী না আসায় জনৈক মৌসুমি ব্যবসায়ীকে ২০০ টাকা দরে ২০০ চামড়া বিক্রি করেছি।’ 

তিনটহরী মহিসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা ফরিদ আহমেদ বলেন, কিনা বা অনুদান পাওয়া চামড়া নিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। ১৩০ টাকা হারে দেড় শতাধিক চামড়া এলাকার এক ব্যক্তি কিনে শহরে নিয়ে গেছেন।

যোগ্যাছোলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আবদুল মতিন বলেন, চামড়া কিনতে কেউ না আসায় এলাকার সব কোরবানির পশুর চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুর রহিম জানান, এলাকায় কোরবানি পশুর চামড়া কিনতে কেউ আসেনি। অনেকে মাদ্রাসায় চামড়া দিয়ে দিয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম বলেন, একসময়ের সোনালি আঁশ পাট ও চামড়ার কদর দিনে দিনে এভাবে কমে যাওয়ার কারণ বুঝে আসছে না। চামড়া ও পাটশিল্প বাঁচাতে সরকারকে উদ্যোগ নিতে হবে। এটা এখন সময়ের দাবি।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ