হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড়ে করোনায় প্রাণ গেল আ. লীগ সভাপতির

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রামগড় ১ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল জলিল মারা গেছেন। 

আজ মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি রামগড় ১ নম্বর ইউনিয়নের থানাচন্দ্র পাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে। তিনি স্ত্রী, নয় সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে পার্শ্ববর্তী জেলা ফেনীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর করোনা পরীক্ষার নমুনা দেওয়া হলে করোনা পজেটিভ আসে। ডায়াবেটিকস এবং হৃদরোগের রোগী হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আব্দুল জলিল রামগড় ১ নম্বর ইউনিয়নের থানা চন্দ্র পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (থানাচন্দ্র পাড়া ও লালছড়ি) থেকে টানা দ্বিতীয় বারের মত ইউপি সদস্য নির্বাচিত হন। বর্তমানে ও ইউপি সদস্যের দায়িত্বে ছিলেন তিনি।

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার