হোম > সারা দেশ > খাগড়াছড়ি

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কা, উপজেলা বিএনপির সভাপতি নিহত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

মো. ইব্রাহিম খলিল। ছবি: সংগৃহীত

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তান আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল রামগড় পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইব্রাহিম খলিল প্রাইভেট কারে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ডিসি পার্কের দিকে যাচ্ছিলেন। পথে ফৌজদারহাট পোর্ট কানেকশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী-সন্তান আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ইব্রাহিমকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোকবার্তায় বলেন, ‘ইব্রাহিম খলিল ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মৃত্যুতে বিএনপি পরিবার শোকাহত।’

রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ জোহর রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইব্রাহিম খলিলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক