হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অসহায়দের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের উদ্যোগে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল। আজ বুধবার সকালে বাঘাইহাট জোনের প্রশিক্ষণ মাঠে দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, চিনি, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. তৌহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর সাদিকুল হাসান তালহা, ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজারের সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, সংরক্ষিত মেম্বার সুমিতা রানী চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমাদের সবাইকে মনে রাখতে হবে সবার ওপরে দেশ। আমাদের সবাইকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমাদের দেশে যাতে দুর্যোগের সময় কেউ অনাহারে না থাকেন, তাই আমাদের সবাইকে উদ্যোগের সঙ্গে নিজ নিজ জমিতে কৃষির উৎপাদনে মনোযোগী হতে হবে।’

এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়নমূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে মো. তৌহিদুর রহমান জানান।

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার