হোম > সারা দেশ > খাগড়াছড়ি

শিকলে বাঁধা মাইন উদ্দিনের জীবন

মো. কামরুল হাসান জনি, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিকলে বাঁধা রয়েছে মাইন উদ্দিন (৯) নামে এক শিশু। মানসিক প্রতিবন্ধী সন্দেহে শিশুটির বাবা-মা গত আড়াই বছর ধরে তাকে শিকলে বেঁধে রেখেছেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় শিকলে বাঁধা অবস্থাতেই চলছে তার প্রতিদিনের খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজকর্ম। 

সরেজমিনে গিয়ে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা মোড় গ্রামের চা-দোকানদার আলম মিয়া ও ফাতেমা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় মাইন উদ্দিন। ১৮ মাস বয়সে তার জ্বর হয়েছিল। এ সময় স্থানীয় চিকিৎসক ও কবিরাজের প্রাথমিক চিকিৎসায় শরীরে খিঁচুনি আসে। পরবর্তীতে মাইন দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ঘটনার পর থেকে মাইন অস্বাভাবিক আচরণ করতে থাকে। আশপাশের অন্য শিশুদের মারধর করে। প্রতিবেশীদের বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র ভেঙে ফেলে। আবার মাঝে মাঝে বাড়ি থেকে হারিয়েও যায়। 

এ পরিস্থিতিতে ওই দম্পতি মাইন উদ্দিনকে শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন। 

এ বিষয়ে মাইনের বাবা ও মা জানান, অস্বাভাবিক আচরণ ও বেশ কয়েকবার বাড়ি থেকে হারিয়ে যাওয়ায় গত আড়াই বছর ধরে মাইন উদ্দিনকে শিকলে বেঁধে রেখেছেন। শুরুর দিকে মাইন উদ্দিনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে অর্থের অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। ছোট চা-দোকানের আয় দিয়ে এ পরিবারের জন্য মাইনের চিকিৎসা করা খুব কঠিন। তাই চিকিৎসার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের সহযোগিতা কামনা করে এই দরিদ্র পরিবার। 

স্থানীয় বেলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. রহমত উল্লাহ জানান, শিশুটিকে প্রতিবন্ধীর তালিকায় এনে ভাতা দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করা হবে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব জানান, যদি মাইন উদ্দিনের বাবা মা আবেদন করেন তাহলে উপজেলা সমাজসেবার মাধ্যমে অনুদানের ব্যবস্থা করা হবে। 

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক