হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন শিক্ষক রেজাউল

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পুরস্কারে ভূষিত হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। গতকাল মঙ্গলবার সম্মাননা স্মারকটি হাতে পেয়েছেন তিনি। এর আগে গত ২৫ জুলাই ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে এ সম্মাননার কথা জানানো হয়।

শিক্ষক মো. রেজাউল করিম তাইন্দং ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

জানা গেছে, ফকির বাজার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন শিক্ষক মো. রেজাউল করিম। এরপর ১৯৮৯ সালে কুমিল্লার অজিত গুহ মহাবিদ্যালয় থেকে বিএ পাস করেন তিনি। ১৯৯২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ইতিহাস বিষয়ে মাস্টার্স শেষ করেন। পরবর্তীতে নায়েম একাডেমি থেকে বিএড উত্তীর্ণ হয়ে তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ২৫ বছর যাবৎ শিক্ষকতা করেন। এখন ৭ বছর যাবৎ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেরে বাংলা একে ফজলুল হক অ্যাওয়ার্ড, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক সম্মাননা স্মারক, যামিনীপাড়া জোন থেকে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার অর্জন করেছেন তিনি।

ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসব সম্পর্কে জানা যায়, গত ২৫ জুলাই শ্রুতিবৃত্ত ও আলোকিত বাংলার মুখ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন আইসিসিআর ভবনের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই দিন দুই দেশের শিল্পী সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজকর্মীসহ বিভিন্ন সৃষ্টিশীল মানুষকে পুরস্কৃত করা হয়। প্রতিবেশী দুই দেশের মৈত্রী অটুট রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের অভিন্ন শিক্ষা ও সংস্কৃতির মিলবন্ধন আরও জোরদার হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন অতিথিবৃন্দরা।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে ভারত বাংলাদেশের সম্প্রীতির লক্ষ্যে এমন একটি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সম্মাননা প্রাপ্তি আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে।’

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ