হোম > সারা দেশ > খাগড়াছড়ি

বেতন না পেয়ে দিনমজুরের কাজ করেন সরকারি স্কুলের শিক্ষকেরা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

স্কুল সরকারি হলেও বেতন পাচ্ছেন না শিক্ষকেরা। সংসার চালাতে দিনমজুরের কাজ করতে হচ্ছে তাঁদের। এভাবে বেতন না পেয়ে মানবেতর জীবন পার করছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দুর্গম এলাকার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। 

তাইন্দং ইউনিয়ন থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে এই বিদ্যালয়ের শিক্ষকেরা প্রায় পাঁচ বছর ধরে বেতন পাচ্ছেন না। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তিন ধাপে সারা দেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হয়। ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি পোড়াবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই সময়ে জাতীয়করণ হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের দুর্গম এলাকার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয়করণ ঘোষণা হওয়ার পর থেকে বেতন পাচ্ছেন না শিক্ষকেরা। 

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। এ সময় তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ঘোষণা হওয়ার আগে একটি বেসরকারি সংস্থা অর্থায়ন করত। কিন্তু সরকারি ঘোষণা হওয়ার পর থেকে তারা অর্থায়ন বন্ধ করে দেয়। এরপর থেকে নিজেদের অর্থায়নে বিদ্যালয়টি চালানো হতো। কিন্তু এখন শুধু স্কুল নয়, নিজেদের পরিবার চালাতেই হিমশিম খাচ্ছেন তাঁরা। 

পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন বিকাশ ত্রিপুরা বলেন, ‘বিদ্যালয়ের চারজন শিক্ষকই সপ্তাহে দুই দিন করে দিনমজুরের কাজ করি। এতে কোনো রকমে সংসার চলে। বেতন না পেয়ে এভাবে কত দিন চলা যায়? শিক্ষক হয়ে নিজেদের দুঃখ-কষ্টের কথা অন্যদের কাছে বলতেও সংকোচবোধ হয়। 

সহকারী শিক্ষক কণ্ঠিকুমার ত্রিপুরা বলেন, স্বজন ও পরিচিতদের কাছ থেকে মাসে মাসে ধার করে অনেক ঋণের চাপে পড়ে গেছেন। বছরের পর বছর বেতন-ভাতা না পাওয়ায় এভাবেই মানবেতর জীবন যাপন করতে হয়। 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ বলেন, ২০২০ সালের ২৬ আগস্ট পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের সব কাজ সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। তাই এখনো শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। সরকার যদি দ্রুত গেজেট প্রকাশ করে, তাহলে শিক্ষকেরা মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পাবে। বিদ্যালয়টি পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ