খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে লক্ষণ চন্দ্র দাশ (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৭টায় দীঘিনালা উপজেলার মেরুং ইউপির ১ নম্বর ওয়ার্ডের জামতলি সুপারিবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীঘিনালাগামী একটি মোটরসাইকেল ও চট্টগ্রামগামী ভুসিভর্তি একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক লক্ষণ চন্দ্র দাশ মারা যান।
দীঘিনালা থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি লক্ষণ চন্দ্র দাশ (৫০) রাস্তায় পড়ে আছেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা উদ্ধার কার্যক্রম শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।