খাগড়াছড়ির সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শুক্রবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে এদের পুশ ইন করা হয়। পরে স্থানীয়রা এদের দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেয়।
২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের তত্ত্বাবধানে এই ১৪ জন এখন তাইন্দং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। পুশ ইন করা এই দলটির মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। জানা গেছে, এদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে আটক করে মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, বিএসএফ যাদের পুশ ইন করেছে, তারা বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেই ক্ষেত্রে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ৯০ জনকে পুশ ইন করে বিএসএফ।