হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে গুলিতে যুব ফোরাম নেতা নিহত, অভিযোগ জেএসএসের বিরুদ্ধে

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।

আজ রোববার (২৭ জুলাই) বেলা ৩টার দিকে পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শ্যামল চাকমা রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, নিহত খুকু চাকমা উগুদোছড়ি গ্রামে তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জনসংহতি সমিতির (জেএসএস, সন্তু গ্রুপ) ২০ জনের একটি সশস্ত্র দল তাঁর ওপর গুলি চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে খুকু চাকমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা তাঁকে জীবিত অবস্থায় তুলে নিয়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এই ঘটনার জন্য জেএসএসকে (সন্তু লারমা গ্রুপ) দায়ী করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

নিহত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার