হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় বাসচাপায় নারী নিহত, চালক-সহকারী পলাতক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় দ্বি বালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক শ্যামল কান্তি ত্রিপুরা (৩৫)। আজ শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা সেনা জোনের অদূরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বি বালা ত্রিপুরা গুইমারা উপজেলার আরবাড়িপাড়ার বাসিন্দা দগল চন্দ্র ত্রিপুরার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনে তিনি আজ সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে আরবাড়ি থেকে মাটিরাঙ্গা বাজারে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহতের মামা প্রিয় রঞ্জন ত্রিপুরা বলেন, ‘মোটরসাইকেলে করে বাজারে আসার পথে মাটিরাঙ্গা সেনা জোনের সামনে পৌঁছালে চট্টগ্রামগামী শান্তি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দ্বি বালা ত্রিপুরা নিহত হন।’

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত মোটরসাইকেলচালক শ্যামল কান্তি ত্রিপুরাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক ও সহকারী দ্রুত পালিয়ে যান।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, ‘হাসপাতালে আনার আগেই দ্বি বালা ত্রিপুরার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন।’

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার