হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পরিত্যক্ত অবস্থায় দীঘিনালায় নির্মিত ২৪ লাখ টাকার পানি সরবরাহ প্রকল্প

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ১৩ কিলোমিটার দূরে বাবুছড়া বাজার উন্নয়নে ২৪ লাখ টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্পের কাজ করা হয়। পানি সরবরাহ আওতায় ২০১৮ সালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে পানি সরবরাহ প্রকল্পের কাজ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ৩ বছর থাকলেও কাজ শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই বাজারে পানি সরবরাহ বন্ধ রয়েছে বলে বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

বাবুছড়া বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে পানি সরবরাহ প্রকল্পের আওতায় পানির গাজি ট্যাংকটি ফুটো হয়েছে। পানির হাউসে নোংরা দূষিত আর কালো রঙের পানিতে ভরপুর, মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে পানির হাউসটি। পানির টেপগুলো অকেজো হয়ে মরিচা ধরেছে। 
 
বাবুছড়া বাজার কমিটির সভাপতি মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালে বাজার প্রকল্পের আওতায় পানি সরবরাহর জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর একটি প্রকল্প দেয়। তবে প্রকল্পের মাস না যেতেই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানির ট্যাংক ফেটে গেছে। এ বিষয়ে জনস্বাস্থ্য বিভাগে অভিযোগ করার পর তা মেরামত করা হয়। মেরামতের সপ্তাহ না যেতেই আবার ফেটে যায় ট্যাংক। পরবর্তীতে আর মেরামত না করায় অকেজো হয়ে আছে পানি সরবরাহ প্রকল্পের সরঞ্জাম। 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০১৮ সালে ২৪ লাখ টাকা ব্যয়ে বাজারে পানি সরবরাহের একটি প্রকল্প দেওয়া হয়। প্রকল্পের সময় অনুযায়ী কোনো সরঞ্জাম নষ্ট হলে কোম্পানির পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা আছে। তবে বাজার কমিটি মেরামত করে নিতে চাচ্ছেন না। প্রকল্পের সকল সরঞ্জাম নতুনভাবে চাচ্ছেন। 

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক