হোম > সারা দেশ > খাগড়াছড়ি

সীমান্ত দিয়ে আরও ৬৬ জনকে পুশ ইন

সিলেটের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে রোববার রাতে পুশ ইন করা কয়েকজন। পরে তাদের বিজিবির হেফাজতে রাখা হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। গতকাল সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। এদিন খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়েও ২৬ এবং হবিগঞ্জের চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

মৌলভীবাজারের ঘটনায় বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম জাকারিয়া জানান, গতকাল সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন করে বিএসএফ। পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায়, তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ এস এম জাকারিয়া জানান, এ নিয়ে জেলার কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলার সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মোট ২৯০ জনকে পুশ ইন করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম ও পানছড়ি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, পুশ ইন হওয়া ব্যক্তিরা ২০১২ সালে কাজের সন্ধানে ভারতের হরিয়ানা রাজ্যে যান। সেখান থেকে তাঁদের আটক করে বিমানযোগে চোখ-হাত বেঁধে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। গত রোববার রাতের শেষ দিকে ১০৮ বিএসএফ পানছড়ির ডাইন চন্দ্রপাড়া এলাকার সীমান্ত দিয়ে ৭ ও মাটিরাঙ্গার আচালং ডিপিপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলায় পুশ ইন হওয়া ১৯ জন বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পানছড়ি উপজেলার ৭ জন থানা-পুলিশ হেফাজতে রয়েছে। এ নিয়ে চলতি মাসে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ১১৬ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

চুনারুঘাটের ঘটনায় ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, রোববার গভীর রাতে কালেঙ্গা সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায়। মাহবুব আলম বলেন, আটক ১৯ বাংলাদেশি বিজিবির হেফাজতে আছে।

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার