সপ্তম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।
সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন- রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল হক, ২ নম্বর ওয়ার্ডে শ্যামল ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ড জিয়াউল হক, ৪ নম্বর ওয়ার্ড আহসান উল্যাহ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জামাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামীম (বিনাপ্রতিবন্ধিতায়), ৭ নম্বর ওয়ার্ডে আবুল বশর, ৮ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিবি আয়েশা; ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কনিকা বড়ুয়া এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সার্বক্ষণিক নিয়োজিত ছিল পুলিশ এবং র্যাবের টহল দল। ভোটের সময় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল। তা ছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের সঙ্গে বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রামগড় পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৬৪টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৮৮৬ জন।