হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ির দুই সীমান্তে ১৫ জনকে পুশ ইন বিএসএফের

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে ছয়জনকে আটক করা হয়। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্তে টহল দেওয়ার সময়ে ৩ বিজিবির সুবেদার মো. দেলোয়ারের নেতৃত্বে ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা সীমান্ত ক্যাম্প কচুছড়িতে আছে।

পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপির হাতে আটককৃতরা। ছবি: সংগৃহীত

আটককৃতদের সঙ্গে বলে জানা গেছে, ভারতীয় সীমান্ত এলাকা ওয়াইনথং থেকে তাদের পাঠানো হয়েছে। প্রায় তিন ঘণ্টা হাঁটার পর তারা কচুছড়ি এলাকায় পৌঁছে। এদিকে একই দিন সকালে বিএসএফ ১১৪ ব্যাটালিয়নের অধীন হরি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকা দিয়ে পুশ ইন করে। পরে পলাশপুর ৪০ বিজিবির শান্তিপুর বিওপি তাদের আটক করে। বর্তমানে আটককৃতরা মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর বাজার যাত্রীছাউনিতে পলাশপুর ৪০ বিজিবির অধীন শান্তিপুর বিওপির হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে প্রথমবার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার তিনটি সীমান্ত দিয়ে ১০২ জনকে পুশ ইন করে ভারত। গত ২৬ মে তারিখে পানছড়ির ঘিলাতলী সীমান্তে ১২ জন এবং ১৯ জুন মাটিরাঙ্গা সীমান্তে ১৩ জনসহ এ পর্যন্ত ১৬০ জনকে পুশ ইন করেছে বিএসএফ।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ