খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রয়েছে জনবলে রসংকট। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটে মুখ থুবড়ে পড়েছে হাসপাতালের কার্যক্রম। অল্পসংখ্যক কর্মচারী দিয়ে কোনো রকমে চলছে হাসপাতালের কাজ। এতে রোগীরা পড়েছেন ভোগান্তিতে। এমনকি দূর থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা নানা ধরনের জটিলতায় পড়ছেন।
জানা গেছে, ৩১ শয্যার হাসপাতালটিতে প্রতিদিনই বহির্বিভাগের পাশাপাশি অনেক ভর্তিকৃত রোগী চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত চিকিৎসক থাকলেও সীমিত জনবল নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে বিপাকে পড়েছেন সেবিকারা। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটে ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হচ্ছে রোগীর সঙ্গে থাকা স্বজনদের।
বাইল্যাছড়ি থেকে সন্তান নিয়ে আসা ধনিলা ত্রিপুরা বলেন, ‘আজ মঙ্গলবার সকালে সন্তানকে ভর্তি করার পর এক নারী এসে কোনো রকমে ঝাড়ু দিয়ে চলে গেছেন। তবু নোংরা দেখে নিজেকেই আবার পরিষ্কার করতে হয়েছে। একজন নারী কি পারেন পুরো হাসপাতাল পরিষ্কার রাখতে?’
ভর্তি হওয়া রোগী আবু বক্কর ছিদ্দিক ও তাঁর স্বজন দেলোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালের ভেতরে দুর্গন্ধে থাকা যায় না। একজন নারী পরিচ্ছন্নতাকর্মী এসে দিনে একবার এসে পরিষ্কার করে চলে যান। পরে নিজেদেরই আবার পরিষ্কার করতে হয়। নার্সরা একবার এসে দেখে চলে যান। সকালে পরীক্ষা করে রিপোর্ট নিয়ে বসে আছি, বিকেল হয়ে গেছে, কিন্তু চিকিৎসকেরা আসছেন না।’
হাসপাতালের পরিবেশ সম্পর্কে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হাসপাতালে বিভিন্ন উন্নয়নকাজ চলমান থাকায় পরিবেশের কিছুটা বেহাল অবস্থা। দ্রুত সব সংকট কাটিয়ে স্বাস্থ্য বিভাগের সব কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশা করছি।