হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে ভারতীয় চিনিসহ ট্রাক্টর জব্দ, গ্রেপ্তার ৪

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং সীমান্তে ৬৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি  ট্রাক্টর জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দুদুকছড়া এলাকায় ৩ বিজিবি লোগাং জোন এ অভিযান পরিচালনা করে। লোগাং বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে এ সময় ট্রাক্টরের চালকসহ চারজনকে আটক করা হয়।  ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা হলেন ট্রাক্টরের চালক দমদম গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে আবুল খায়ের (৪৫), মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে মো. জসিম (৩০), ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল  কাদেরের ছেলে মো. রাকিব (২২)।  চিনি ও ট্রাক্টরসহ আসামিদের আজ শনিবার পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 

পানছড়ি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  হারুন রশিদ  বলেন, আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি  আদালতে পাঠানো হয়েছে।

৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক  লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বলেন, সীমান্ত  চোরাচালান বন্ধে বাংলাদেশ  বর্ডার গার্ড সব সময় সচেতন আছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ