হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে কবরস্থান পরিষ্কার করল যুবদল

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি সদরের খেজুরবাগান এলাকায় আজ দুপুরে কবরস্থান পরিষ্কার কার্যক্রমে যুবদলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে কেন্দ্রীয় কবরস্থানসহ পাঁচটি কবরস্থান পরিষ্কার করেছে পৌর যুবদল। আজ বুধবার (২ জুলাই) দুপুরে পৌর যুবদলের শতাধিক নেতা-কর্মী কবরস্থানগুলো পরিষ্কার করেন। অন্য চারটি হলো—সদর উপজেলার খেজুরবাগান, কুমিল্লাটিলা, আত্মমানবপাড়া ও শালবন কবরস্থান।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ জানান, ঘন জঙ্গলের কারণে কবর খোদাই করতে সমস্যার সম্মুখীন হতে হতো। জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় সদর পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কুমিল্লাটিলা, খেজুরবাগান কবরস্থানসহ পাঁচটি কবরস্থান পরিষ্কার করা হয়েছে। কাজ করতে গিয়ে ভিমরুলের কামড়ে তিনজন আহত হয়েছে। এর মধ্যেই পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়েছে।

এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, পৌর যুবদলের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মফিজ, হেলাল, সামছুল আলমসহ যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘পৌর যুবদলের উদ্যোগেই কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে কাজ করছি এবং এই অভিযান চলমান থাকবে।’

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ