হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ওএমএসের চাল কিনতে দীর্ঘ লাইন, চার ঘণ্টায় শেষ ২ টন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুজন ডিলারের মাধ্যমে সপ্তাহে শুক্র ও শনিবার ছাড়া বাকি পাঁচ দিন ৮০০ পরিবারকে চার টন খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। তাই ওই পাঁচ দিন কাকডাকা ভোর থেকেই চাল কিনতে ওএমএস বা খোলাবাজারে এসে লাইনে ভিড় জমায় নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের নারী ও শিশুরা।

জানা গেছে, দেশব্যাপী নিম্ন আয়ের মানুষকে মূল্যসহায়তায় এবং বাজারদর স্থিতি রাখার লক্ষ্যে ন্যায্যমূল্যে ওএমএস বা খোলাবাজারে চাল বিক্রি শুরু করেছে সরকার।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ওএমএস ডিলার মো. মাসুদ হোসেনের খাদ্যগুদামের সামনে দেখা গেছে নারী ও কিশোরদের লম্বা লাইন। এ সময় তিনি বলেন, ‘দিনে দিনে যেভাবে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা কেজিতে জনপ্রতি পাঁচ কেজি চাল নিতে ভিড় বাড়াচ্ছে, তাতে মনে হয় প্রতিদিনের বরাদ্দ বাড়াতে হবে। এখনই দিনে তিন-চার ঘণ্টায় দুই টন চাল বিতরণ শেষ হয়ে যায়। এতে অনেক মানুষ এসে ফেরত যায়।’ 

তালতলার ওএমএস ডিলার উহ্লাপ্রু মারমার দোকানের সামনে সকাল ৯টায় গিয়ে দেখা গেছে শতাধিক নারী-পুরুষের লম্বা লাইন। এ সময় ডিলার বলেন, ‘সকাল সাড়ে ৭টায় চাল দেওয়া শুরু করলে বেলা ১১টার আগেই দুই টন চাল বিক্রি শেষ হয়ে যায়। জনপদে নিম্ন আয়ের মানুষ বেশি হওয়ায় ন্যায্যমূল্যে খাদ্য সংগ্রহ করতে ভিড় বাড়ছে। 

ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে অন্যদের ব্রিফিং

হালদার উপশাখা থেকে বালু তোলায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার