মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের বিনামূল্যে ভ্রমণ ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সুযোগ থাকবে।
ঢাকা থেকে বেড়াতে আসা আরিয়ান, আরিফ, জুলহাস জানান, আলুটিলা ও জেলা পরিষদ পার্কে প্রবেশে কোনো টিকিট কাটতে হয়নি। শুনলাম বিজয় দিবস উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছেন।
জেলার প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলার টিকিট ম্যানেজার কোখনাথ ত্রিপুরা জানান, জেলা প্রশাসনের নির্দেশে আলুটিলায় আজকে পর্যটকদের প্রবেশে কোনো টিকিট লাগছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত ১২০০ পর্যটক প্রবেশ করেছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলুটিলা পর্যটনকেন্দ্র, হর্টিকালচার পার্কসহ সব পর্যটনস্পটে আজ দিনটি ফ্রি সবাইকে সুযোগ দেওয়া হয়েছে।