হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে খাগড়াছড়ি সদর থানার মামলা দায়ের পর তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার বিকাশ কান্তি ত্রিপুরার ছেলে ধনিময় ত্রিপুরা ও একই উপজেলার তাইন্দং হেডম্যান পাড়ার বিক্রম ত্রিপুরার ছেলে সমুয়েল ত্রিপুরা। 

মামলার এজাহারে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি পৌর এলাকায় ভাড়া বাসায় ওই স্কুলছাত্রীকে রেখে গ্রামের বাড়িতে যান পরিবারের অন্য সদস্যরা। ওই স্কুলছাত্রী রাতে বাড়ির বাইরে প্রাকৃতিক কাজে বের হলে আসামিরা জোরপূর্বক তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনার পর রাতেই তাকে ছেড়ে দেয় আসামিরা। 

প্রতিবেশীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে গ্রাম থেকে ফিরে মেয়ের কাছে বিষয়টি জানতে চায় তার মা। এ সময় সে তার মাকে সব খুলে বলে। মেয়ের কাছে সব শুনে স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। পরে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।’

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক