হোম > সারা দেশ > খাগড়াছড়ি

অর্থ বরাদ্দে অনিয়ম ও খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি 

অর্থ বরাদ্দে অনিয়ম এবং খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় অর্থ বরাদ্দে অনিয়ম এবং বিশেষ প্রকল্প কর্মসূচির খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

আজ রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ যুব কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ ও বিক্ষুব্ধ মারমা জনগোষ্ঠী।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা, বাংলাদেশ যুব কল্যাণ সংসদের দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ভিক্তর ত্রিপুরা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক রুমেল চাকমা, ত্রিপুরা ঐক্য পরিষদের পানছড়ি উপজেলা কমিটির সভাপতি কিনারাম ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্যশস্য ও আপৎকালীন অনুদান বরাদ্দের ক্ষেত্রে তাঁদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া না হলে কঠোর আন্দোলন ও অবরোধের মতো কর্মসূচি দিতে তাঁরা বাধ্য হবেন। এ ছাড়া প্রয়োজন হলে বৈসাবি উৎসব বর্জন করার হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যুক্ত হয়। এতে ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি

খাগড়াছড়িতে দোকানে রাঙামাটির যুবকের ঝুলন্ত মরদেহ, পকেটে চিরকুট

পানছড়িতে ইউপিডিএফের হয়ে চাঁদা আদায়কারী আটক

খাগড়াছড়িতে ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার