হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধস, নিহত ২ 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের গ্রিল শেডের ছাদ ধসে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিন শ্রমিক শেডের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন শ্রমিকেরা। এ ছাড়া আরও পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা পরিষদের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, নতুন ভবনের গ্রিল শেড নির্মাণকাজ করার সময় হঠাৎ করে ওপর থেকে ভেঙে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন সেখান থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম সাজ্জাদ হোসেন। আরেকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে একজন নিহত হয়েছেন। পরে সন্ধ্যার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও কোনো শ্রমিক ছাদের নিচে চাপা পড়ে আছেন কি না, তা জানার জন্য উদ্ধার কাজ চলছে।’

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী বলেন, নির্মাণকাজের সঙ্গে জড়িত প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ

চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফের সদস্যকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির মানিকছড়ি: বাড়ি বাড়ি কয়লার চুল্লি