হোম > সারা দেশ > খাগড়াছড়ি

বিলীনের পথে ধলিয়া লেক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের বুকজুড়ে রয়েছে প্রশাসনের মালিকানাধীন ধলিয়া লেক। আর এই লেকে চলছে ময়লা-আবর্জনা ফেলা আর দখলের প্রতিযোগিতা। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই লেকের দুই পাড়ে রয়েছে জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালীদের অবৈধ স্থাপনা আর ময়লা-আবর্জনার স্তূপ। লেকের পাড়ে যেসব হোটেল রয়েছে, সেখানকার ময়লা-আবর্জনা ফেলার একমাত্র স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই লেক। 

স্থানীয় বাসিন্দা আলী হোসেন ও হারুন মিয়া বলেন, ঢাকার বুড়িগঙ্গায়ও হয়তো এত ময়লা-আবর্জনা থাকে না। লেকের পাশে যাদের ঘর-বাড়ি আছে, তাদের টয়লেটের লাইন লেকের মধ্যে দিয়েছে। এই লেক আগে উপজেলার সবার জন্য মাছ উৎপাদনের ক্ষেত্র ছিল। এখন তা মশা উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে। লেকের পানি বর্তমানে কালো রং ধারণ করেছে। এই পানি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে। 

হাসানুল হক বাছরি নামে একজন বলেন, মাটিরাঙ্গার প্রাণকেন্দ্রের লেকটি জলধারার প্রধান উৎস। এটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে এবং প্রভাবশালীরা দিনে দিনে দখল করে নিচ্ছে। প্রশাসন ও পৌরসভা লেকটি সংরক্ষণ করে প্রকল্পের আওতায় এনে একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। প্রশাসন ও সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল খুব দ্রুত এ সমস্যার সঠিক সমাধান করবে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। 

মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহসভাপতি জসিমউদ্দীন ভূঁইয়া বলেন, ‘লেকের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেখাশোনার দায়িত্ব উপজেলা প্রশাসনের কাছে থাকলেও আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলার একমাত্র প্রাচীন লেকটিকে নতুন রূপে ফিরে পেতে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক বলেন, প্রাচীন এই লেক দখল করে অনেকেই মধ্যখানে চলে গেছে। অন্য এলাকা থেকে ‘কবুলত’ এনে জালিয়াতি করে বস্তি গড়ে তুলেছে। প্রশাসন যদি সরকারিভাবে লেকটি উদ্ধার করে, তাহলে প্রকল্পের আওতায় এনে পর্যটনে পরিণত করা হবে। 

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব বলেন, এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। লেকটি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। নির্দিষ্টভাবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ