হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে গোলাগুলি, ৪ জন নিহতের খবর

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির দুর্গম এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুটি গ্রুপের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুর্গম জোড়া সিন্ধু কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে এ রকম কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, সম্প্রতি ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এভাবে দুরভিসন্ধিমূলক মিথ্যা প্রচারে নেমেছে বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী। তিনি বলেন, ‘দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা।’

খাগড়াছড়িতে জেএসএসের কোনো কার্যক্রম না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘নারাইছড়ি থেকে তিন-চার কিলোমিটার দূরে আধিপত্য বিস্তার করে জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফের মধ্যে গতকাল রাতে গোলাগুলি হয়েছে এবং ইউপিডিএফের চারজন সদস্য নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। নিরাপত্তা বাহিনী যাওয়াটা অনেক কষ্টসাধ্য হওয়ায় এখনো পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।’

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ