হোম > সারা দেশ > খাগড়াছড়ি

বিনা নোটিশে উচ্ছেদ অভিযান, ইউএনওকে অপসারণের দাবিতে মানববন্ধন

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে প্রশাসনের বিনা নোটিশে স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের দাবি জানান তারা। আজ সোমবার সকাল ১১টায় এলাকাবাসীর ব্যানারে মহালছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে আধা ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, গতকাল রোববার বিকেল ৩টার দিকে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তার উপজেলা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক জামাল হোসেন সুবাস নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেন। এর প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদান করার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের হয়রানি করে আসছেন। মহালছড়ি এলাকাবাসী এতদিন মুখ বুজে সহ্য করে এসেছে। জামাল হোসেনের দোকান ভাঙচুরের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ করা এবং ইউএনও জোবাইদা আক্তারকে মহালছড়ি থেকে অপসারণের জোর দাবি জানাই।

ভুক্তভোগী জামাল হোসেন সুবাস বলেন, ‘ছোট একটি চায়ের দোকান দিয়ে কোনোমতে আমার সংসার চলে। এ দোকানটি গত ২৪ এপ্রিল রোববার বিকেল ৩টার দিকে বিনা নোটিশে হঠাৎ করে ভেঙে দিয়েছে। এখন আমি কীভাবে সংসার চালাব?’

মানববন্ধনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ আসেনি। মানববন্ধন বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। 

এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, ভুক্তভোগী জামাল হোসেন সুবাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের সিয়ামসহ স্থানীয় মুরুব্বী জাফর আহমেদ। 

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ