হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি জোনের বাগানবিলাসে জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম এ মানবিক সহায়তা দেন।

খাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা। ছবি: সংগৃহীত

জোন কর্তৃক জানানো হয়, ১৪টি পরিবারকে চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও সাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, লবণ এক কেজি, চিনি এক কেজি, আটা দুই কেজি ও ছোলা এক কেজি।

বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, ‘ইতিপূর্বে বহুবার সদর জোন কর্তৃক এই রকম মানবিক সহায়তামূলক কার্যক্রম ও ত্রাণসহায়তা দিয়ে সাধারণ জনগণের সঙ্গে খাগড়াছড়ি জোন অঙ্গাঅঙ্গিভাবে মিশে রয়েছে। এটিও আমাদের দৈনন্দিন কাজেরই একটি অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় খাগড়াছড়ি জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল উপস্থিত ছিলেন।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ