হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে নিরলস সেবা দিচ্ছে রেড ক্রিসেন্টের সদস্যরা

প্রতিনিধি (মাটিরাঙ্গা) খাগড়াছড়ি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা ইউনিটের স্বেচ্ছাসেবকেরা। বাংলাদেশে করোনার টিকা কার্যক্রম শুরু থেকে কোভিড-১৯ টিকাদান বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতার জন্য প্রতিদিন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি বুথে রেড ক্রিসেন্টের ৮ জন সদস্য কাজ করে যাচ্ছে। 

রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের যুব উপদেষ্টা মো. ফরিদ উদ্দিন জানান, যে কোনো পরিস্থিতিতে সকল প্রকার ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমাদের প্রথম কাজ হলো সেবা দেওয়া। মানবসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য এই টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত আছি। 

ক্রীড়া ও সংস্কৃতি বিভাগীয় প্রধান মামুনুর রশীদ বলেন, মানুষ মানুষের জন্য। এই বিশ্বাসকে ধারণ করেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্টের সদস্যরা। যারা এখনো সুস্থ আছেন তাদের রক্ষা করার জন্য যে কোনো ধরনের সাহায্যমূলক কাজে অংশ গ্রহণ করা আমার জন্য অনেক সৌভাগ্যের। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের যুব প্রধান কমল কৃষ্ণ জানান, সরকারের টিকাদান কর্মসূচিকে সফল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকেরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। 

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম বলেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা টিকা নিতে আসা ব্যক্তিদের নিবন্ধন, টিকাদান কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখা ও টিকা নিতে আসা ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের সহায়তা প্রদানসহ টিকা গ্রহণের পর পর্যবেক্ষণ কক্ষে দায়িত্ব পালন করছে।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ