হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে উল্টে যাওয়া পর্যটকবাহী বাস। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার আলুটিলার পর্যটনকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ীর আমিনা খাতুন বিদ্যাপীঠ থেকে ১৭ জন শিক্ষক কমফোর্ট গোল্ডেন এক্সপ্রেস নামের বাসে করে খাগড়াছড়ি আসছিলেন। আলুটিলা আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে উল্টে যায়। তাতে ১০ জন আহত হয়।

খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সুমন জাহিদ বলেন, ‘আমার ধারণা, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাতে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রিপল বাপ্পি বলেন, বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের আঘাতটা একটু বেশি। তবে আপাতত কেউ আশঙ্কাজনক নেই।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙেছে। অন্যদের অবস্থা বেশি গুরুতর নয়।

এদিকে বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির সঙ্গে কয়েক ঘণ্টা ঢাকা-চট্টগ্রামে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রামগড় স্থলবন্দর প্রকল্প: পাহাড় কাটার অভিযোগ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে বিএনপিতে গেলেন ৩ শতাধিক নেতা-কর্মী

খাগড়াছড়ির পানছড়ি: নিয়ন্ত্রণহীন অটোরিকশায় তীব্র যানজট, ভোগান্তি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা বন্ধ, মাঠে ঘুরছে শিক্ষার্থীরা

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না ফাতেমা

পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল করা হবে: রিজিয়ন কমান্ডার

হারিয়ে যাচ্ছে ডোলের ব্যবহার

খাগড়াছড়িতে গাছ ফেলে সড়ক অবরোধ