ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের গ্রামের বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশেষ প্রয়োজন ছাড়া এই বাড়িতে আসেন না তিনি।
এদিকে স্থানীয় লোকজন আক্তারুজ্জামান শাহীনের ব্যাপারে মুখ খুলতে নারাজ। তাঁরা বলছেন, ‘বড়লোকের ব্যাপার, মাথা ঘামাই না।’
আক্তারুজ্জামান শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আক্তারুজ্জামান শাহীন মাঝেমধ্যে এলাকায় এসে বাংলো বাড়িতে থাকতেন। অনেক সময় তিনি কবে দেশে আসছেন, তাও বলতেন না।
বিষয়টি নিয়ে শাহীনের বড় ভাই সহিদুজ্জামান সেলিম বলেন, ‘শাহীন আমার ভাই। তিনি এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবেন, এটা বিশ্বাস হয়নি আমাদের। তবে প্রশাসনের উচিত, সঠিক তদন্ত করা। যদি ভাই দোষী হন, তাহলে প্রচলিত আইনে তাঁকে শাস্তি দেওয়া হোক এটা আমরা চাই। এমপি আনারের সঙ্গে তাঁর একটা পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে কী ব্যবসা ছিল, তা আমরা কখনো জানতে পারিনি।’
আরও পড়ুন: