হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর দুর্বৃত্তের হামলা, আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে আজ বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে হামলায় তাঁর আহত সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া। তাঁদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ বিকেলে কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল মাঠে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। দুপুরে উপজেলার উল্ল্যা গ্রাম থেকে তাঁর তিনজন সমর্থক শহরে যাচ্ছিলেন। পথে রামচন্দ্রপুর বাজারে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত আনোয়ার হোসেন কালু বলেন, ‘আমরা স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী সমাবেশে কালীগঞ্জে যাচ্ছিলাম। পথিমধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়। আমার হাত ও পা ভেঙে গেছে।’

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মোবাইল ফোনে কল দেওয়া হলে বলেন, ‘শহরের ভূষণ স্কুল মাঠে আজ আমার নির্বাচনী সভা ছিল। সভায় আসার পথে আমার কর্মীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তিনজন আহত হন। এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের তিন সমর্থক গাড়িতে চড়ে সভায় যাচ্ছিলেন। পথিমধ্যে উল্ল্যা গ্রামে দুর্বৃত্তরা তাঁদের ওপর বাইরে থেকে ঢিল ছুড়ে মারে। এতে তাঁরা আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ, সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

ঝিনাইদহে ৪ অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

মেছো বাঘ পিটিয়ে মারার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

গণভোটে ‘না’ ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: উপদেষ্টা শারমীন মুরশিদ

ঝিনাইদহ: জলাতঙ্কের টিকা নেই, বিপাকে রোগীরা

ঝিনাইদহে ট্রেনে পাথর নিক্ষেপ, ৪ তরুণ আটক

আচরণবিধি ভঙ্গ করায় কৃষক দল নেতাকে জরিমানা

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত