যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিল, গাঁজা ও ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত `এসকাফ কোডিন' নামের নতুন জাতের মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁধপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), সুরত আলীর ছেলে মেহেদী হাসান (২৭), মনুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম সম্রাট (২৪) ও বেনাপোলের ভবারবেড় গ্রামের ইয়ার আলীর মেয়ে তানজিলা বেগম (২৫)।
অপরদিকে একই দিনে বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৩ লাখ ৯৬ হাজার টাকা। তাঁদেরকে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।