হোম > সারা দেশ > যশোর

শার্শায় নতুন জাতের মাদকসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, শার্শা (যশোর)

যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিল, গাঁজা ও ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত `এসকাফ কোডিন' নামের নতুন জাতের মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁধপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), সুরত আলীর ছেলে মেহেদী হাসান (২৭), মনুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম সম্রাট (২৪) ও বেনাপোলের ভবারবেড় গ্রামের ইয়ার আলীর মেয়ে তানজিলা বেগম (২৫)। 

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, তাঁদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্ত পথে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব প্রবেশ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে শার্শার চালতিবাড়িয়া থেকে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪২ বোতল এসকাফ কোডিন (ESKUF CODEINE) নামের ভয়ংকর মাদক দ্রব্য উদ্ধার করা হয়। 

অপরদিকে একই দিনে বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৩ লাখ ৯৬ হাজার টাকা। তাঁদেরকে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে

ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, কলেজছাত্র নিহত

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা তিন সন্ত্রাসী

যশোরে জুলাই যোদ্ধা ছুরিকাহত, এলাকায় আতঙ্ক

কাবিখার ১৮ প্রকল্প: সহায়কের হাতে প্রকল্পের চাবি

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু