হোম > সারা দেশ > যশোর

বাঘারপাড়ায় ৫ লাখ টাকার চায়না জাল জব্দ

প্রতিনিধি, বাঘারপাড়া (যশোর) 

যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ টাকার চায়না জালসহ মৎস্য শিকারে সংশ্লিষ্ট সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দ করার পর জালগুলো জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষতিকারক এসব জাল পেতে বড় মাছের পাশাপাশি রেণু মাছ ধরছে জেলেরা। প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির মা মাছ ও পোনা মাছ রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫২টি চায়না জাল, তিনটি ভেসাল জাল ও দুইটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা আজকের পত্রিকাকে জানান, 'এখন দেশীয় প্রজাতির এসব মাছের প্রজননের মৌসুম। এ মৌসুমে মা মাছ ও মাছের ছোট পোনাগুলো ধরলে এসব প্রজাতির মাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।' 

পলাশ বালা আরও জানান, 'মৎস্য আইন অনুযায়ী সব ধরনের চায়না ও কারেন্ট জাল পেতে মাছ শিকারে নিষিদ্ধ। দেশি প্রজাতির সব ধরনের মাছের প্রজনন নিরাপদ করতে এ অভিযান অব্যাহত থাকবে। রবিবার উপজেলার মিরপুর, ঢেপখালি, ধলধলিয়া বিল, ইন্দ্রা গ্রামের পাশ দিয়ে বইয়ে যাওয়া চিত্রা নদীতে অভিযান চালানো হয়েছে। এদিনের অভিযানে মোট ৫ লাখ টাকার চায়না সহ ১৫ হাজার টাকার ভেসাল জাল পোড়ানো হয়েছে।' 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযানের সংবাদ টের পেয়ে অনেকে নদী থেকে জাল তুলে পালিয়েছেন। এসব অসাধু মাছ শিকারিদের কারণে দেশীয় প্রজাতির মাছ গুলো ঠিকমতো বংশ বিস্তার করতে পারছে না। এসব দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে মৎস্য আইন ভঙ্গকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। ” 

যশোরে দুটি আসনে বিএনপির প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

যশোরে তীব্র শীতে কাবু জনজীবন

যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়েছে ২০০ বছরের দলিল-দস্তাবেজ

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন