হোম > সারা দেশ > হবিগঞ্জ

শিশুর গলায় ক্ষুর দিয়ে আঘাত, ৬ দিন পর মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে ক্ষুর দিয়ে মো. স্বপন মিয়ার (১০) গলার অর্ধেক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় আহত শিশু ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রোববার রাত দেড়টার দিকে মারা গেছে। 

নিহত স্বপন মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের মো. কবির মিয়ার ছেলে। তার পরিবার চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকে। 

স্বপনের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক। 

স্বপনের নানা নুর আলী ও ওসি রাশেদুল জানান, ২৭ মার্চ সকাল ১০টার দিকে চুনারুঘাট পৌরসভার দক্ষিণাচরণ পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরের পাড়ে এক কিশোর (১৫) পূর্ব শত্রুতার জেরে স্বপনের গলায় ক্ষুর দিয়ে আঘাত করে। এতে তার গলার অর্ধেক অংশ কেটে যায়। স্বপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রাত দেড়টার দিকে মারা গেছে স্বপন। 

ওসি রাশেদুল জানান, ক্ষুর দিয়ে আঘাত করার অভিযোগ ওঠা ওই কিশোরকে ঘটনার দিনই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।। এ বিষয়ে নিহতের নানা নুর আলী চুনারুঘাট থানায় ওই কিশোরকে আসামি করে হত্যা মামলা করেছেন।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক