গোপালগঞ্জ: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাইশুর বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমের তিনটি টিনের চাল ঝড় উড়িয়ে নিয়ে গেছে। বর্তমানে ২২ জন বৃদ্ধ ও বৃদ্ধা আশ্রমের মন্দিরে আশ্রয় নিয়েছেন। গত বুধবার বিকালের ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের এ বৃদ্ধাশ্রম। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইশুর বৃদ্ধাশ্রমের সেবক ও প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, ১৯৯৬ সালে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলি। শুরু থেকেই এখানে ২৩ জনের থাকার ব্যবস্থা করি। অনেকে এই বৃদ্ধাশ্রমেই মারা গেছেন। আবার নতুন করে বৃদ্ধ-বৃদ্ধা এসেছেন। এভাবে ২৫ বছর ধরে বৃদ্ধাশ্রম চলিয়ে নিচ্ছি। ভিক্ষা করে আমি এ বৃদ্ধাশ্রমের কাজ শুরু করি। এর পাশাপাশি প্রশাসন, দেশের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকরা সাহায্য সহযোগিতা করেছেন।
এ ব্যাপারে কাশিয়ানী ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, আমরা বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেছি। সেখানে চাল ও শুকনা খাবার দিয়েছি। সেই সাথে বৃদ্ধাশ্রমটি সংস্কারের জন্য গতকাল বৃহস্পতিবার এক লাখ টাকা অনুদান দিয়েছি।
কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, মানবিক মানুষ আশুতোষ বিশ্বাস কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে বৃদ্ধদের সেবায় নিয়োজিত। তার এ মহৎ কাজের সাথে আমরা সবসময় পাশে আছি। উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবো। এ মানবসেবাকে আমরা এগিয়ে নেব।