হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পুবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে বাসের চাপায় হাবিবুর রহমান হাবিব (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

হাবিবুর রহমান হাবিব জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রির চর ব্যাপারীপাড়ার সাইদুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পুবাইল ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছিলেন হাবিব। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব সকালে মোটরসাইকেলে চড়ে বাসা থেকে পুবাইলের মীরের বাজারের দিকে যাওয়ার পথে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে হাবিব সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই হাবিব মারা যান। এ সময় চালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যান। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে পুবাইল থানার করমতলা ক্রিসেন্ট কেমিক্যাল ফ্যাক্টরি সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান হাবিব রাস্তায় পড়ে যান। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত

‎ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন, স্ফুলিঙ্গ নিচে পড়ে ট্রাক ও ঝুটগুদাম পুড়ে ছাই

গাজীপুরে বিজয় দিবসে ছাদ থেকে পতাকা নামাতে গিয়ে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু