হোম > সারা দেশ > গাজীপুর

ইজতেমা ময়দানে সংঘর্ষ–প্রাণহানিতে দুঃখ প্রকাশ করলেন সাদপন্থী মুরব্বি

উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাওলানা রেজা আরিফ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা সাদপন্থী ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সাদপন্থী তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা রেজা আরিফ।

আজ বুধবার ভোরে সংঘর্ষে হতাহতের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদপন্থীদের নিয়ে আলোচনায় বসেন সরকারের পাঁচজন উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ।

সাদ অনুসারীদের উদ্দেশে রেজা আরিফ বলেন, ‘কেউ কারও সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না, কোনো রকম ক্যাজুয়ালটি যেন না হয়, কোনো রকম মারামারি যেন না হয়, কোনো রকম সমস্যা যাতে না হয়।’

তিনি বলেন, ‘আমাদের সাথিরা এখনই মাঠ ছাড়া শুরু করুন। আর ওনাদের (জুবায়ের অনুসারী) প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছেড়ে দিচ্ছি। ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন এবং কোনো উসকানিমূলক বক্তব্য প্রচার না করেন।’

ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে রেজা আরিফ বলেন, ‘যে ঘটনা ঘটেছে, কে দায়ী সেটি জরুরি নয়, অবশ্যই মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যা–ই হয়েছে, এটা একেবারে অনুচিত হয়েছে। মুসলমান–মুসলমান মারামারি, তাবলিগের সাথিরা–সাথিরা মারামারি—এটা একেবারেই ঠিক হয়নি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন কোনো কর্মকাণ্ড আর না হয় আমাদের সেই চেষ্টা থাকবে।’

শ্রীপুরে বাস দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীসহ আহত ২

টাকা না পেয়ে টঙ্গী সম্মিলিত ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ ‎

কর্মীকে বাঁচাতে গিয়ে হোটেল ব্যবসায়ী নিহত, অভিযুক্ত এক পরিবারের ৩ জন আটক

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন স্কুলশিক্ষক

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে আসছে বোম্ব ডিসপোজাল ইউনিট

শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাই: দুই ডজন মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মশালা শুরু

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ: জিসিসি প্রশাসক

পৌষ সংক্রান্তিতে কালীগঞ্জে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি