হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে মধুমিতা লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ওই শিশুর নাম নুরে আলম নোমান (৮)। সে পঞ্চগড় জেলার আটোয়ারি থানার যাদবপাটি সরকারপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, অটোরিকশার চালক মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও নাজমুল ইসলাম (১৬)। এ ঘটনায় অপর এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মধুমিতা লেভেলক্রসিং এলাকায় পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি রেললাইন পার হচ্ছিল। এ সময় জয়দেবপুরগামী তুরাগ ট্রেন ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির। আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আনা হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুর মোহাম্মদ বলেন, পুলিশ মরদেটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব